Skip to main content




Bhulbona Lyrics | (ভুলবোনা) | Anupam Roy | Sarbajit Ghosh | Bangla Song

Bhulbona Lyrics by Anupam Roy And Sarbajit Ghosh :


Bhulbona Lyrics by Anupam Roy And Sarbajit Ghosh Bangla Song from Monn bengali Album.

Starring: Sarbajit Ghosh, Jass Sarkar, Pinki Mondal. Bhulbo Na Bangla Song Lyrics written by Sarbajit Ghosh.


Singers: Anupam Roy, Sarbajit Ghosh

Story, Lyrics & Music: Sarbajit Ghosh

Arrangement & Programming: Ranodeep Mukherjee

Recorded at: Studio Om by Bobbie Prasad

Mixed at: Studio Kusum by Gautam Debnath

Video Directed & Edited by: Sayan Sinha Roy

DoP: Devarchita Das

M.U.A: Proloya Dutta

Costume & Styling: Sarbajit Ghosh


Bhulbona Lyrics In Bangla :


না বলা কিছু কথা, রয়ে যায় এ মনে

বুঝতে পারিনা বলবো কি করে

ছায়াপথ দিয়ে হেঁটে এসেছিলে যে তুমি

আজ কেন যে এতো অচেনা..


ভেবেছিলাম যাবো দূরে,

সব বাধা কে পেরিয়ে

সেই সবকিছু কখনো ভুলবোনা

স্মৃতিতে আঁকা জলছবি,

মোছে নিয়ে আজ সংঘাতে

সেই সবকিছু কখনো ভুলবো না

ভুলবোনা, ভুলবোনা। ..


স্তব্ধ পুরোনো স্মৃতি, ছবি অনেকে যখনি

মনে পরে যায় হারানো দিনগুলো

জানি পাবোনা কখনো হারানো সেই তোমাকে

শূন্য আমার দুই-হাত খোঁজে তোমাকে।


ভাবিনি আমি কখনো,

শত তারাদের মাঝে

রয়ে যাবে আজ তোমার আবছায়া

ভেবেছিলাম যাবো দূরে,

সব বাধা কে পেরিয়ে

সেই সবকিছু কখনো ভুলবো না

ভুলবো না, ভুলবো না। ..


যতই চেষ্টা করি তোমায় ভুলে যেতে

স্মৃতি তবু মোছে না..

তোমার কথা মনে আসে ফিরে ফিরে

তুমি কি আর ফিরবে না ?


ভাবিনি আমি কখনো,

শত তারাদের মাঝে

রয়ে যাবে আজ তোমার আবছায়া

তোমার ওই ভালোবাসা,

তোমার সেই কাছে আশা

সেই সবকিছু কখনো ভুলবোনা

ভুলবোনা, ভুলবোনা। ..


ভুলবোনা লিরিক্স :


Na bola kichu kotha roye jaay e mone

Bujhte parina bolbo ki kore

Chayapoth diye hete esechile je tumi

Aaj keno je eto ochena..


Vebechilam jabo dure shob badha ke periye

Sei sobkichu kokhono bhulbo na..

Smriti-te anka jolchobi mochey niye aaj songhate

Sei shobkichu kokhono vulbo na..

Bhulbona, Bhulbona hm..


Stobdho purono smriti chobi anke jokhoni

Mone pore jaay harano din gulo

Jani pabona kokhono harano sei tomake

Shunno amar dui-haat khoje tomake


Vabini ami kokhno shoto tara-der majhe

Roye jaabe aaj tomar aabchaya..

Vebechilam jabo dure shob badha ke periye

Sei shob kichu kokhono vulbo na

Vulbona, Vulbona oo..


Jotoi chesta kori tomay bhule jete

Smriti tobu mochey na..

Tomar kotha mone ashe fire fire

Tumi ki aar firbe na ?

Popular posts from this blog

Parchi To Khub Lyrics | (পারছি তো খুব) | Anupam Roy | ft Mehjabin | S N Jony | Bangla Song

Parchi To Khub Lyrics by Anupom Roy : Parchi To Khub Lyrics In Bengali from Moyurakhhi Tomay Dilam Bangla Natok. Starring: Mehjabin And S N Jony. The Song Is Sung by Anupom Roy. Music composed by Robin Islam And Bangla Song Lyrics written by Omar Farook Bishal. Drama : Moyurakhhi Tomay Dilam Song : Parchi To Khub Singer : Anupom Roy Lyrics : Omar Farook Bishal Tune & Tune : Robin Islam Director : Jewel Rana Label : G Series Parchi To Khub Lyrics In Bengali Anupam Roy : তোমার বুকে বার বার মরে, বাঁচার জন্য লড়ছি কোন সে পাপের পাহাড় বুকে, কিসের দায়ে গড়ছি বাঁচাটাই তো মুখ্য তবে, নেই মরণের মূল্য প্রশ্নটাই করেই গেলাম, মন টানা মুখ খুললো । চোখ মুছে যাই, জল না তো পাই দৃষ্টি যেন কাঁদে । একজীবনে এতবার মরা, একটু বাঁচার স্বাদে । পারছি তো খুব লুকোতে ব্যেথা জল ভরা দু'চোখ । মন কি তোমার চায় না কভু আমার ভালো হোক । বিস্মিত এক বিস্ময় আমি, বাঁচা মরার ফাঁকে মুহূর্ত যায় পায় না রেহাই, ঘরা ও ঘূর্ণিপাকে চোখ অসহায়, মুখ অসহায়, তোমার বুকে মরে বুঝবে ঠিকই তুমি আমায়, আজ না দু দিন পরে । পারছি তো খুব লুকোত...

Jhinti Tui Brishti Hote Partis Lyrics | (ঝিন্টি তুই বৃষ্টি হতে পারতিস) | Shilajit | Indo-Bangla Music

Jhinti Tui Brishti Hote Partis Lyrics :  This Song Sung By Shilajit Majumder from X=prem bengali Album. Song: Jhinti Tui Brishti Hote Partis (ঝিন্টি তুই বৃষ্টি হতে পারতিস) Singer: Shilajit Majumder Jhinti Tui Brishti Hote Partis Lyrics In Bangla : ঝিন্টি তুই বৃষ্টি হতে পারতিস এই মেঘলা দুপুরে কত কাছাকাছি থাকতাম। ঝিণ্টি তুই বৃষ্টি হতে পারতিস ঝরে পড়তিস টিপ টুপ টাপ গায়ে মাখতাম। (x2) ঝিন্টি তুই বৃষ্টি হতে পারতিস ঝিন্টি তুই বৃষ্টি হতে পারতিস। যাই হোক হোক ঝির ঝির বা ঝপ ঝপ আয় ছেপে দেবো সব প্রেম নামেতে তুই চলে আয় যেভাবেই আসা সম্ভব যেকোন ফর্মে বা সেপে। তুই হয়ে যা তোরই মত মিঠে রোদ্দুর তুই হয়ে যা আলো ধালো ঝোড় হাওয়া। তোল তুপান বুকে বুক মিশিয়ে তুই ছাড়া মিথ্যে গান গাওয়া। ঝিন্টি তুই নেই তাই কোন স্বাদ নেই সব মিথ্যে এই ক্লাসরুম এ লেকচার কতক্ষন আর সয্য করা যায় বল এ পি এস কে জি'র অত্যাচার। ঝিন্টি তুই হয়ে যা মিঠে রোদ্দুর ঝিন্টি তুই হয়ে যা ঝোড় হাওয়া। ঝিন্টি প্রেমের এ পেপারে নেই ম্যাড ইজি সবইতো আনসিন। সুদ্বিপ সেন জয়দেব এর ভীড়ে কয়েক খানা কলেজ ক্যান্টিন। ঝিন্টি কি করছিস আমি জানি না জানিনা তুই কার কথা ভাব...

Shono Sudhijan Lyrics | Anupam Roy | Mohiner Ghoraguli | Fine Tune Season 1

Shono Sudhijan Lyrics - Anupam Roy - Mohiner Ghoraguli: Shono Sudhijan Lyrics by Anupam Roy This is Tribute to Mohiner Ghoraguli Originaly This song is sung by Goutam Chattopadhyay from Khyapar Gaan Bengali Album Shono Sudhijon Song Lyrics written by Moheener Ghoraguli Produced by Asha Audio Company. Song Name : Shono Shudhijan Tribute to: Mohiner Ghoraguli Singer: Anupam Roy Music Recreated by:   Anupam Roy Key Board & Backing Vocals: Nabarun Bose Guitar: Rishabh Ray Bass Guitar: Kaustav Biswas Drums: Sandipan Parial Directed by: Apeksha Lahiri DOP: Sanjit Dutta Produced by: Asha Audio Company                                                   Shono Sudhijan Lyrics : Shudhu aaj noy protidin Saat-paanch vabna ar duh-swapno mekhe ghum bhange amar Tomra kemon acho? Tomra ki aamloki gaacher chayaye mosher bishonno daak shune aanmona hoy Aagekar moto S...