Skip to main content




Boshonto Eshe Geche Lyrics | (বসন্ত এসে গেছে) | Lagnajita Chakraborty | Chotushkone | Iman Sangeet Academy | Bangla Hit Song

Boshonto Eshe Geche Lyrics :


Boshonto Eshe Geche Song Lyrics From Chotushkone. Female Version song is sung by Lagnajita Chakraborty. Basanta Ese Geche Lyrics Written by Anupam Roy. Starring: Aparna Sen, Chiranjieet Chakraborty, Goutam Ghose, Parambrata Chatterjee And Others.


Movie Name: Chotushkone (2014)

Song Name: Boshonto Eshe Geche (বসন্ত এসে গেছে)

Singer: Lagnajita Chakraborty

Music/Lyricist: Anupam Roy

Directed by: Srijit Mukherji

Music Label: T-Series


Boshonto Eshe Geche Lyrics In Bengali:


বাতাসে বহিছে প্রেম,

নয়নে লাগিলো নেশা

কারা যে ডাকিলো পিছে,

বসন্ত এসে গেছে

মধুর অমৃতবানী বেলা গেল সহজেই

মরমে উঠিল বাজি বসন্ত এসে গেছে

থাক তব ভুবনের ধুলি মাখা চরনে

মাথা নত করে রব ..

বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে।


গগনের নভোনীলে মনেরও গোপনে

বাজে ঐ, বাজে ঐ, বাজে ঐ

পলাশেরও নেশা মাখি চলেছি দুজনে

বাসনার রঙে মিশি শ্যামলে স্বপনে

কুহু কুহু শোনা যায়,

কোকিলের কুহু তান ..

বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে।


পূর্ণিমা রাতে ঐ ছোটাছুটি করে কারা

দখিনা পবনে দোলে বসন্ত এসে গেছে

কেমনে গাঁথিব মালা কেমনে বাজিবে বেনু

আবেগে কাঁপিছে আঁখি বসন্ত এসে গেছে।

থাক তব ভুবনের ধুলি মাখা চরনে

মাথা নত করে রব ..

বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে,

বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে।


এই বসন্তে অনেক জন্ম আগে

তোমায় প্রথম দেখেছিলেম আমি

হেঁটেছিলেম নিরুদ্দেশের পানে

সেই বসন্ত এখন ভীষণ দামি

আমার কাছে, তোমার কাছে,

আমার কাছে, বসন্ত এসে গেছে

থাক তব ভুবনের ধুলি মাখা চরনে

মাথা নত করে রব..

বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে,

বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে ..


বসন্ত এসে গেছে লিরিক্স - লগ্নজিতা চক্রবর্তী, অনুপম রায় :


Batashey bohiche prem

Noyone lagilo nesha

Kara je dakilo piche

Bawshonto eshe geche

Modhur-o amrito baani

Bela gelo shohojei

Moromey uthhilo baaji

Basanta eshe geche

Thaak tobo bhuboner

Dhuli makha chorone

Matha noto korey robo

Ei bosonter onek jonmo aagey

Tomay prothom dekhechilam ami

Hete-chilem niruddesh-er paaney

Shei bosonto ekhon vishon daami

Amar kache, Tomar kache

Bawshonto eshe gechhe

Popular posts from this blog

Parchi To Khub Lyrics | (পারছি তো খুব) | Anupam Roy | ft Mehjabin | S N Jony | Bangla Song

Parchi To Khub Lyrics by Anupom Roy : Parchi To Khub Lyrics In Bengali from Moyurakhhi Tomay Dilam Bangla Natok. Starring: Mehjabin And S N Jony. The Song Is Sung by Anupom Roy. Music composed by Robin Islam And Bangla Song Lyrics written by Omar Farook Bishal. Drama : Moyurakhhi Tomay Dilam Song : Parchi To Khub Singer : Anupom Roy Lyrics : Omar Farook Bishal Tune & Tune : Robin Islam Director : Jewel Rana Label : G Series Parchi To Khub Lyrics In Bengali Anupam Roy : তোমার বুকে বার বার মরে, বাঁচার জন্য লড়ছি কোন সে পাপের পাহাড় বুকে, কিসের দায়ে গড়ছি বাঁচাটাই তো মুখ্য তবে, নেই মরণের মূল্য প্রশ্নটাই করেই গেলাম, মন টানা মুখ খুললো । চোখ মুছে যাই, জল না তো পাই দৃষ্টি যেন কাঁদে । একজীবনে এতবার মরা, একটু বাঁচার স্বাদে । পারছি তো খুব লুকোতে ব্যেথা জল ভরা দু'চোখ । মন কি তোমার চায় না কভু আমার ভালো হোক । বিস্মিত এক বিস্ময় আমি, বাঁচা মরার ফাঁকে মুহূর্ত যায় পায় না রেহাই, ঘরা ও ঘূর্ণিপাকে চোখ অসহায়, মুখ অসহায়, তোমার বুকে মরে বুঝবে ঠিকই তুমি আমায়, আজ না দু দিন পরে । পারছি তো খুব লুকোত...

Jhinti Tui Brishti Hote Partis Lyrics | (ঝিন্টি তুই বৃষ্টি হতে পারতিস) | Shilajit | Indo-Bangla Music

Jhinti Tui Brishti Hote Partis Lyrics :  This Song Sung By Shilajit Majumder from X=prem bengali Album. Song: Jhinti Tui Brishti Hote Partis (ঝিন্টি তুই বৃষ্টি হতে পারতিস) Singer: Shilajit Majumder Jhinti Tui Brishti Hote Partis Lyrics In Bangla : ঝিন্টি তুই বৃষ্টি হতে পারতিস এই মেঘলা দুপুরে কত কাছাকাছি থাকতাম। ঝিণ্টি তুই বৃষ্টি হতে পারতিস ঝরে পড়তিস টিপ টুপ টাপ গায়ে মাখতাম। (x2) ঝিন্টি তুই বৃষ্টি হতে পারতিস ঝিন্টি তুই বৃষ্টি হতে পারতিস। যাই হোক হোক ঝির ঝির বা ঝপ ঝপ আয় ছেপে দেবো সব প্রেম নামেতে তুই চলে আয় যেভাবেই আসা সম্ভব যেকোন ফর্মে বা সেপে। তুই হয়ে যা তোরই মত মিঠে রোদ্দুর তুই হয়ে যা আলো ধালো ঝোড় হাওয়া। তোল তুপান বুকে বুক মিশিয়ে তুই ছাড়া মিথ্যে গান গাওয়া। ঝিন্টি তুই নেই তাই কোন স্বাদ নেই সব মিথ্যে এই ক্লাসরুম এ লেকচার কতক্ষন আর সয্য করা যায় বল এ পি এস কে জি'র অত্যাচার। ঝিন্টি তুই হয়ে যা মিঠে রোদ্দুর ঝিন্টি তুই হয়ে যা ঝোড় হাওয়া। ঝিন্টি প্রেমের এ পেপারে নেই ম্যাড ইজি সবইতো আনসিন। সুদ্বিপ সেন জয়দেব এর ভীড়ে কয়েক খানা কলেজ ক্যান্টিন। ঝিন্টি কি করছিস আমি জানি না জানিনা তুই কার কথা ভাব...

Shono Sudhijan Lyrics | Anupam Roy | Mohiner Ghoraguli | Fine Tune Season 1

Shono Sudhijan Lyrics - Anupam Roy - Mohiner Ghoraguli: Shono Sudhijan Lyrics by Anupam Roy This is Tribute to Mohiner Ghoraguli Originaly This song is sung by Goutam Chattopadhyay from Khyapar Gaan Bengali Album Shono Sudhijon Song Lyrics written by Moheener Ghoraguli Produced by Asha Audio Company. Song Name : Shono Shudhijan Tribute to: Mohiner Ghoraguli Singer: Anupam Roy Music Recreated by:   Anupam Roy Key Board & Backing Vocals: Nabarun Bose Guitar: Rishabh Ray Bass Guitar: Kaustav Biswas Drums: Sandipan Parial Directed by: Apeksha Lahiri DOP: Sanjit Dutta Produced by: Asha Audio Company                                                   Shono Sudhijan Lyrics : Shudhu aaj noy protidin Saat-paanch vabna ar duh-swapno mekhe ghum bhange amar Tomra kemon acho? Tomra ki aamloki gaacher chayaye mosher bishonno daak shune aanmona hoy Aagekar moto S...