Skip to main content




Farewell Kolkata Lyrics | (ফেয়ারওয়েল কলকাতা) | Taalpatar Shepai | Bangla Song

Farewell Kolkata Lyrics by Taalpatar Shepai :


Farewell Kolkata Song Is Sung by Pritam Das from Taalpatar Shepai. Take Fele Esechi Ami Kolkatay Lyrics In Bengali Written by Souvik Chakraborty. Song Mixing And Mastering by Sumon Ghosh.


Song : Farewell Kolkata

Vocal : Pritam Das

Guitar : Sumon Ghosh

Lyrics : Souvik Chakraborty

Original Tune : Jamaica Farewell(Harry Belafonte)

Cinematography : James, Abhishekh, Sourav


Farewell Kolkata Song Lyrics In Bengali :


রাত্রি শেষ হল যেমন হয়

আর হাইরাইজের পিঠে সূর্যোদয়,

আমিও বেরলাম ঘর ছেড়ে আর

আর অভিমানী পিছুটান মুখ লুকায়।

এই বিষাদস্নান, কোন স্রোতের টান

শুনতে চায় ঘরে ফেরার গান,

গান হারিয়ে যায়, লিখি মেঘের গায়

তাকে ফেলে এসেছি আমি কলকাতায়।।


বিকেল ফুরোলে আলগোছে

যত নিয়ন গড়িয়ে নামে মন খারাপ,

চোখের পাতায় বিয়ারঘুম, আমি

প্রাণপণে খুঁজি পোষা বাস্তুসাপ।

এই মনকেমন, লাগে যার যেমন

খুঁজে বেড়ায় চেনা ঘরের কোণ,

ঘর হারিয়ে যায়, পথ ভাগ বসায়

তাকে ফেলে এসেছি আমি কলকাতায়।।


প্রবাসী পাখিদের দুই ডানায়

রোজ নতুন নতুন কত পূর্বরাগ,

শরীর শরীরে মেশে আশ্লেষে

তবু প্রাণপণে খুঁজি চেনা জন্মদাগ।

এই মনকেমন, লাগে যার যেমন

খুঁজে বেড়ায় চেনা ঘরের কোণ,

ঘর হারিয়ে যায়, পথ ভাগ বসায়

তাকে ফেলে এসেছি আমি কলকাতায়।।


ফেয়ারওয়েল কলকাতা লিরিক্স - তালপাতার সেপাই :


Raatri shesh holo jemon hoy

Aar high rise er pithe surjodoy

Amio berolam ghor chere aar

Aar obhimani pichutaan mukh lukoy

Ei mon kemon laage jaar jemon

Khuje beray chena ghorer kon

Ghor hariye jaay poth bhag boshay

Taake fele esechi ami kolkatay

Popular posts from this blog

Parchi To Khub Lyrics | (পারছি তো খুব) | Anupam Roy | ft Mehjabin | S N Jony | Bangla Song

Parchi To Khub Lyrics by Anupom Roy : Parchi To Khub Lyrics In Bengali from Moyurakhhi Tomay Dilam Bangla Natok. Starring: Mehjabin And S N Jony. The Song Is Sung by Anupom Roy. Music composed by Robin Islam And Bangla Song Lyrics written by Omar Farook Bishal. Drama : Moyurakhhi Tomay Dilam Song : Parchi To Khub Singer : Anupom Roy Lyrics : Omar Farook Bishal Tune & Tune : Robin Islam Director : Jewel Rana Label : G Series Parchi To Khub Lyrics In Bengali Anupam Roy : তোমার বুকে বার বার মরে, বাঁচার জন্য লড়ছি কোন সে পাপের পাহাড় বুকে, কিসের দায়ে গড়ছি বাঁচাটাই তো মুখ্য তবে, নেই মরণের মূল্য প্রশ্নটাই করেই গেলাম, মন টানা মুখ খুললো । চোখ মুছে যাই, জল না তো পাই দৃষ্টি যেন কাঁদে । একজীবনে এতবার মরা, একটু বাঁচার স্বাদে । পারছি তো খুব লুকোতে ব্যেথা জল ভরা দু'চোখ । মন কি তোমার চায় না কভু আমার ভালো হোক । বিস্মিত এক বিস্ময় আমি, বাঁচা মরার ফাঁকে মুহূর্ত যায় পায় না রেহাই, ঘরা ও ঘূর্ণিপাকে চোখ অসহায়, মুখ অসহায়, তোমার বুকে মরে বুঝবে ঠিকই তুমি আমায়, আজ না দু দিন পরে । পারছি তো খুব লুকোত...

Jhinti Tui Brishti Hote Partis Lyrics | (ঝিন্টি তুই বৃষ্টি হতে পারতিস) | Shilajit | Indo-Bangla Music

Jhinti Tui Brishti Hote Partis Lyrics :  This Song Sung By Shilajit Majumder from X=prem bengali Album. Song: Jhinti Tui Brishti Hote Partis (ঝিন্টি তুই বৃষ্টি হতে পারতিস) Singer: Shilajit Majumder Jhinti Tui Brishti Hote Partis Lyrics In Bangla : ঝিন্টি তুই বৃষ্টি হতে পারতিস এই মেঘলা দুপুরে কত কাছাকাছি থাকতাম। ঝিণ্টি তুই বৃষ্টি হতে পারতিস ঝরে পড়তিস টিপ টুপ টাপ গায়ে মাখতাম। (x2) ঝিন্টি তুই বৃষ্টি হতে পারতিস ঝিন্টি তুই বৃষ্টি হতে পারতিস। যাই হোক হোক ঝির ঝির বা ঝপ ঝপ আয় ছেপে দেবো সব প্রেম নামেতে তুই চলে আয় যেভাবেই আসা সম্ভব যেকোন ফর্মে বা সেপে। তুই হয়ে যা তোরই মত মিঠে রোদ্দুর তুই হয়ে যা আলো ধালো ঝোড় হাওয়া। তোল তুপান বুকে বুক মিশিয়ে তুই ছাড়া মিথ্যে গান গাওয়া। ঝিন্টি তুই নেই তাই কোন স্বাদ নেই সব মিথ্যে এই ক্লাসরুম এ লেকচার কতক্ষন আর সয্য করা যায় বল এ পি এস কে জি'র অত্যাচার। ঝিন্টি তুই হয়ে যা মিঠে রোদ্দুর ঝিন্টি তুই হয়ে যা ঝোড় হাওয়া। ঝিন্টি প্রেমের এ পেপারে নেই ম্যাড ইজি সবইতো আনসিন। সুদ্বিপ সেন জয়দেব এর ভীড়ে কয়েক খানা কলেজ ক্যান্টিন। ঝিন্টি কি করছিস আমি জানি না জানিনা তুই কার কথা ভাব...

Shono Sudhijan Lyrics | Anupam Roy | Mohiner Ghoraguli | Fine Tune Season 1

Shono Sudhijan Lyrics - Anupam Roy - Mohiner Ghoraguli: Shono Sudhijan Lyrics by Anupam Roy This is Tribute to Mohiner Ghoraguli Originaly This song is sung by Goutam Chattopadhyay from Khyapar Gaan Bengali Album Shono Sudhijon Song Lyrics written by Moheener Ghoraguli Produced by Asha Audio Company. Song Name : Shono Shudhijan Tribute to: Mohiner Ghoraguli Singer: Anupam Roy Music Recreated by:   Anupam Roy Key Board & Backing Vocals: Nabarun Bose Guitar: Rishabh Ray Bass Guitar: Kaustav Biswas Drums: Sandipan Parial Directed by: Apeksha Lahiri DOP: Sanjit Dutta Produced by: Asha Audio Company                                                   Shono Sudhijan Lyrics : Shudhu aaj noy protidin Saat-paanch vabna ar duh-swapno mekhe ghum bhange amar Tomra kemon acho? Tomra ki aamloki gaacher chayaye mosher bishonno daak shune aanmona hoy Aagekar moto S...