Skip to main content




Ish Debashish Lyrics | (ইস দেবাশিস) | New Bengali Single | Anupam Roy | Joey | Bengali Song

Ish Debashish Lyrics by Anupam Roy :


Ish Debashish Lyrics In Bengali. The Song Is Sung by Anupam Roy Featuring: Joey Debroy. Ish Debasish Bengali Song Lyrics written by Anupam Roy Bangla Song 2019. Video Song Director and Executive Produced by Neelabjo Chatterjee. Mixed and Mastered by Shomi Chatterjee. DoP by Tuhin and Bikash Chakraborty. Creative Producer and Director's Assistant by Anusuya Mitra.


Song Name : Ish Debashish

Lyrics, Music, Vocals : Anupam Roy

Arranged by : The Anupam Roy Band

Guitar : Rishabh Ray

Keyboard & Backing Vocals : Nabarun Bose

Bass Guitar : Kaustav Biswas

Drums : Sandipan Parial

Recorded by : Debojit Sengupta

Music Label : SVF Music


Ish Debashish Lyrics Anupam Roy :


ইস দেবাশিস, তুমি বড়ো হয়ে গেছো দেবাশীষ 

ইশ দেবাশীষ, চেনা ঠিকানার নেই হদিশ 

ইশ দেবাশিস, বয়ে গেলো শুধু বছরের ঢেউ 

ভালোবাসো যাকে, আজ তার পাশে অন্য কেউ । 


একে একে সব চলে যায়,

স্কুল পাড়া কলেজ অফিস

সিলেবাস শেষ হয়ে যায় 

জীবন দিয়ে যায় না নোটিশ ..

দেবাশিষ তুমি তারাদের পাহারা দাও ..

রোজ রাতে নেশা তুর চোখে ফিরতে চাও ..

দেবাশীষ তুমি সব কিছু গিলে ফেলে ..

লেখো ভালো আছো ফেসবুকে দেয়ালে । 


ইস দেবাশিস, ছেড়া বোতামের ক্ষত ভোলা যায় 

লেগে থাকে সুতো তোমার হৃদয়ের এক কোনায় 

হো.. ইস দেবাশিস, ভেঙে যাওয়া কিছু বোতলের কাঁচ 

শুকিয়েছে জল, ছটফট করে মরে গেছে মাছ । 


কেউ বলে দিলোনা তোমায়,

কি হারালে কি কি পাওয়া যায় 

একদিন ফুরিয়ে গেলে,

দেরি হয়ে গেলো দোটানা হায় । ..

দেবাশিষ তুমি তারাদের পাহারা দাও ..

রোজ রাতে নেশা তুর চোখে ফিরতে চাও ..

দেবাশীষ তুমি সব কিছু গিলে ফেলে ..

লেখো ভালো আছো ফেসবুকে দেয়ালে । 


ইস দেবাশিস ....


কে এই দেবাশীষ ?

দেবাশীষ আপনার আমার মতো মাঝ বয়সী একজন মানুষ, যার আর কিচ্ছু ভালো লাগে না। তার সব সেরা স্মৃতি গুলো আটকে রয়েছে তার কলেজ জীবনে বা স্কুলের জীবনে। নস্টালজিক হয়ে পড়ে মাঝে মাঝেই এবং সেখানেই তার সেরা জিনিস গুলো যেন সেরা সময় টুকু সে যেন কাটিয়েছে। এখন নতুন গান, সিনেমা, খাওয়ার, ভালোবাসা কিচ্ছু ভালো লাগে না তার। তার জীবনে বড্ডো একঘেয়ামী চাকরি করতেও ভালো লাগে না এবং সময় সুযোগ পেলেই সে তার নিজের জগতে চলে যায় যেটা তার ফেলে আশা সময় এবং নস্টালজিয়ায় মোড়া সেই ছোট্ট শহরে ফিরে যায় বারবার। যে সব মানুষ মনে করে তাদের সময় টা, তাদের প্রাইম টা পড়েছিলো কলেজে  এবং তারপর তারা মরে গেছে এবং একটা জীবিত লাশ যেন হেঁটে চলে বেড়াচ্ছে তারাই দেবাশীষ। এবং মোরে যাওয়া মানুষ গুলো আপাতদৃষ্টিতে যারা বেঁচে আছে কিন্তু ভেতরে ভেতরে যারা মরে গিয়েছে তারাই দেবাশীষ। - অনুপম রায়। 


Ish Debashish Lyrics Anupam Roy :


Ish Debashish tumi boro hoye gecho debasish

Ish Debashish, chena thikanar nei hodish

Ish Debashish, boye gelo sudhu bochorer dheu

Valobasho jaake, aaj taar pashe onno keu


Eke eke shob chole jaay,

syllabus sesh hoye jaay,

Jibon diye jaay na notice

Debasish tumi tarader pahara dao

Rooj raate nesha dur chokhe firte chao

Debashish tumi shob kichu gile fele

Lekho valo acho facebook-e dewale


Ish debasish, chera botamer khoto vola jaay

Lege thake suto tomar hridoyer ek konay

Ho.. Ish debashish, venege jawa kichu botoler kach

Sukiyeche jol, chotfot kore more geche mach


Keu bole dilo na tomay,

Ki harale ki ki paowa jaay

Ekdin furiye gele, Deri hoye gelo dotana hay

Popular posts from this blog

Parchi To Khub Lyrics | (পারছি তো খুব) | Anupam Roy | ft Mehjabin | S N Jony | Bangla Song

Parchi To Khub Lyrics by Anupom Roy : Parchi To Khub Lyrics In Bengali from Moyurakhhi Tomay Dilam Bangla Natok. Starring: Mehjabin And S N Jony. The Song Is Sung by Anupom Roy. Music composed by Robin Islam And Bangla Song Lyrics written by Omar Farook Bishal. Drama : Moyurakhhi Tomay Dilam Song : Parchi To Khub Singer : Anupom Roy Lyrics : Omar Farook Bishal Tune & Tune : Robin Islam Director : Jewel Rana Label : G Series Parchi To Khub Lyrics In Bengali Anupam Roy : তোমার বুকে বার বার মরে, বাঁচার জন্য লড়ছি কোন সে পাপের পাহাড় বুকে, কিসের দায়ে গড়ছি বাঁচাটাই তো মুখ্য তবে, নেই মরণের মূল্য প্রশ্নটাই করেই গেলাম, মন টানা মুখ খুললো । চোখ মুছে যাই, জল না তো পাই দৃষ্টি যেন কাঁদে । একজীবনে এতবার মরা, একটু বাঁচার স্বাদে । পারছি তো খুব লুকোতে ব্যেথা জল ভরা দু'চোখ । মন কি তোমার চায় না কভু আমার ভালো হোক । বিস্মিত এক বিস্ময় আমি, বাঁচা মরার ফাঁকে মুহূর্ত যায় পায় না রেহাই, ঘরা ও ঘূর্ণিপাকে চোখ অসহায়, মুখ অসহায়, তোমার বুকে মরে বুঝবে ঠিকই তুমি আমায়, আজ না দু দিন পরে । পারছি তো খুব লুকোত...

Jhinti Tui Brishti Hote Partis Lyrics | (ঝিন্টি তুই বৃষ্টি হতে পারতিস) | Shilajit | Indo-Bangla Music

Jhinti Tui Brishti Hote Partis Lyrics :  This Song Sung By Shilajit Majumder from X=prem bengali Album. Song: Jhinti Tui Brishti Hote Partis (ঝিন্টি তুই বৃষ্টি হতে পারতিস) Singer: Shilajit Majumder Jhinti Tui Brishti Hote Partis Lyrics In Bangla : ঝিন্টি তুই বৃষ্টি হতে পারতিস এই মেঘলা দুপুরে কত কাছাকাছি থাকতাম। ঝিণ্টি তুই বৃষ্টি হতে পারতিস ঝরে পড়তিস টিপ টুপ টাপ গায়ে মাখতাম। (x2) ঝিন্টি তুই বৃষ্টি হতে পারতিস ঝিন্টি তুই বৃষ্টি হতে পারতিস। যাই হোক হোক ঝির ঝির বা ঝপ ঝপ আয় ছেপে দেবো সব প্রেম নামেতে তুই চলে আয় যেভাবেই আসা সম্ভব যেকোন ফর্মে বা সেপে। তুই হয়ে যা তোরই মত মিঠে রোদ্দুর তুই হয়ে যা আলো ধালো ঝোড় হাওয়া। তোল তুপান বুকে বুক মিশিয়ে তুই ছাড়া মিথ্যে গান গাওয়া। ঝিন্টি তুই নেই তাই কোন স্বাদ নেই সব মিথ্যে এই ক্লাসরুম এ লেকচার কতক্ষন আর সয্য করা যায় বল এ পি এস কে জি'র অত্যাচার। ঝিন্টি তুই হয়ে যা মিঠে রোদ্দুর ঝিন্টি তুই হয়ে যা ঝোড় হাওয়া। ঝিন্টি প্রেমের এ পেপারে নেই ম্যাড ইজি সবইতো আনসিন। সুদ্বিপ সেন জয়দেব এর ভীড়ে কয়েক খানা কলেজ ক্যান্টিন। ঝিন্টি কি করছিস আমি জানি না জানিনা তুই কার কথা ভাব...

Shono Sudhijan Lyrics | Anupam Roy | Mohiner Ghoraguli | Fine Tune Season 1

Shono Sudhijan Lyrics - Anupam Roy - Mohiner Ghoraguli: Shono Sudhijan Lyrics by Anupam Roy This is Tribute to Mohiner Ghoraguli Originaly This song is sung by Goutam Chattopadhyay from Khyapar Gaan Bengali Album Shono Sudhijon Song Lyrics written by Moheener Ghoraguli Produced by Asha Audio Company. Song Name : Shono Shudhijan Tribute to: Mohiner Ghoraguli Singer: Anupam Roy Music Recreated by:   Anupam Roy Key Board & Backing Vocals: Nabarun Bose Guitar: Rishabh Ray Bass Guitar: Kaustav Biswas Drums: Sandipan Parial Directed by: Apeksha Lahiri DOP: Sanjit Dutta Produced by: Asha Audio Company                                                   Shono Sudhijan Lyrics : Shudhu aaj noy protidin Saat-paanch vabna ar duh-swapno mekhe ghum bhange amar Tomra kemon acho? Tomra ki aamloki gaacher chayaye mosher bishonno daak shune aanmona hoy Aagekar moto S...