Parchi To Khub Lyrics by Anupom Roy :
Parchi To Khub Lyrics In Bengali from Moyurakhhi Tomay Dilam Bangla Natok.
Starring: Mehjabin And S N Jony. The Song Is Sung by Anupom Roy. Music composed by Robin Islam And Bangla Song Lyrics written by Omar Farook Bishal.
Drama : Moyurakhhi Tomay Dilam
Song : Parchi To Khub
Singer : Anupom Roy
Lyrics : Omar Farook Bishal
Tune & Tune : Robin Islam
Director : Jewel Rana
Label : G Series
Parchi To Khub Lyrics In Bengali Anupam Roy :
তোমার বুকে বার বার মরে,
বাঁচার জন্য লড়ছি
কোন সে পাপের পাহাড় বুকে,
কিসের দায়ে গড়ছি
বাঁচাটাই তো মুখ্য তবে,
নেই মরণের মূল্য
প্রশ্নটাই করেই গেলাম,
মন টানা মুখ খুললো ।
চোখ মুছে যাই, জল না তো পাই
দৃষ্টি যেন কাঁদে ।
একজীবনে এতবার মরা,
একটু বাঁচার স্বাদে ।
পারছি তো খুব লুকোতে ব্যেথা
জল ভরা দু'চোখ ।
মন কি তোমার চায় না কভু
আমার ভালো হোক ।
বিস্মিত এক বিস্ময় আমি,
বাঁচা মরার ফাঁকে
মুহূর্ত যায় পায় না রেহাই,
ঘরা ও ঘূর্ণিপাকে
চোখ অসহায়, মুখ অসহায়,
তোমার বুকে মরে
বুঝবে ঠিকই তুমি আমায়,
আজ না দু দিন পরে ।
পারছি তো খুব লুকোতে ব্যেথা
জল ভরা দু'চোখ ।
মন কি তোমার চায় না কভু
আমার ভালো হোক ।
Parchi To Khub Lyrics In Bengali Anupam Roy :
Tomar buke bar bar more banchar jonno lorchi
Kon se paaper pahar buke kiser daaye gorchi
Bancha tai ki mukkho tobe nei moroner mullo
Proshnotai korei gelam mon tana mukh khullo
Chokh muche jai, jol na to pai drishti jeno kade
Ek jibone etobar mora Ektu banchar swadhe
Parchi To Khub Lukote Betha Jol bhora du chokh
Mon ki tomar chaay na kobhu Amar valo hokh
Bisshito ek bisshoy ami bancha morar fake
Muhurto jaay, paay na rehai
ghora o ghurnipake
Chokh oshohay, mukh oshohay
tomar buke morey
Bujhbe thiki tumi amay aaj na du din pore