Skip to main content




Phire Aayee Lyrics | (ফিরে আয়) | Bagh Bandi Khela | Prosenjit | Rittika | Anupam Roy | New Bangla Song

Phire Aayee Lyrics by Anupam Roy from Bagh Bandi Khela Bengali Movie:


Fire Aye Bangla Song is sung by Anupam Roy.

Featuring: Prosenjit Chatterjee And Rittika Sen. Music Composed by Jeet Gannguli. This Movie Directed by Haranath Chakraborty, Sujit Mondal and Raja Chanda.


Film Name : Bagh Bandi Khela

Song Name : Phire Aaye

Singer : Anupam Roy

Music : Jeet Gannguli

Lyrics: Soumya Chaudhuri

Produced By : Jalsha Movies

Production By : Surinder Films Pvt. Ltd.


Phire Aayee Lyrics In Bangla :


সেই ছোট্ট খুকু আজ বড় হলি,

সেই মিষ্টি চড়াই ডানা মেলে দিলি। (x2)


সেই হাঁটতে শেখা আধো কথা,

তোর আমার অবুঝপনা হেঁসে ওঠা,

ভরসা থাক।


ফিরে আয়, খুকু আয়,

ফিরে আয়, ফিরে আয় (x2)


ভরসা থাকুক তোর আমার আঙ্গুল,

স্বপ্নে দেখা সেই রঙ্গিন পুতুল।

ভরসা থাকুক তোর আমার আদর,

কাছে আয়, পাশে আয়, ফিরে আয়।


ঐ সোনা-রোদ ঢাকা কালো পাহাড়,

সরাবো ঝাপটে ডানা।

ছিড়ে নেবো সব নকল মুখোশ,

তোর ইচ্ছে আর নেই তো মানা।


ফিরে আয়, খুকু আয়,

ফিরে আয়, ফিরে আয় (x2)


ভরসা থাকুক তোর আমার আঙ্গুল,

স্বপ্নে দেখা সেই রঙ্গিন পুতুল।

ভরসা থাকুক তোর আমার আদর,

কাছে আয়, পাশে আয়, ফিরে আয়।


ফিরে আয়, খুকু আয়,

ফিরে আয়, ফিরে আয়। (x3)

আয় খুকু আয়, ফিরে আয়।


ফিরে আয় লিরিক্স :


Sei Chotto Khuku Aaj Boro Holi

Sei Mishti Dana Mele Dili


Shei Hat-te Sekha Aadho Kotha

Tor Amar Obujhpona, Heshe Otha

Vorsha Thak


Phire Aayee, Khuku Aayee,

Phire Aaye, Phire Aye,

Fire Aye, Khuku Aaye,

Phire Aaye, Phire Aye,


Vorsha Thakuk Tor Amar Angul

Shopne Dekha Sei Rongeen Putul

Bhorsha Thakuk Tor Amar Ador,

Kache Aye, Pashe Ayee, Phire Aayee


Oi Shona'Rod Dhaka Kalo Pahar,

Sorabo Jhapte Dana

Chire Nebo Shob Nokol Mukhosh,

Tor Icchey Ar Nei To Mana

Popular posts from this blog

Parchi To Khub Lyrics | (পারছি তো খুব) | Anupam Roy | ft Mehjabin | S N Jony | Bangla Song

Parchi To Khub Lyrics by Anupom Roy : Parchi To Khub Lyrics In Bengali from Moyurakhhi Tomay Dilam Bangla Natok. Starring: Mehjabin And S N Jony. The Song Is Sung by Anupom Roy. Music composed by Robin Islam And Bangla Song Lyrics written by Omar Farook Bishal. Drama : Moyurakhhi Tomay Dilam Song : Parchi To Khub Singer : Anupom Roy Lyrics : Omar Farook Bishal Tune & Tune : Robin Islam Director : Jewel Rana Label : G Series Parchi To Khub Lyrics In Bengali Anupam Roy : তোমার বুকে বার বার মরে, বাঁচার জন্য লড়ছি কোন সে পাপের পাহাড় বুকে, কিসের দায়ে গড়ছি বাঁচাটাই তো মুখ্য তবে, নেই মরণের মূল্য প্রশ্নটাই করেই গেলাম, মন টানা মুখ খুললো । চোখ মুছে যাই, জল না তো পাই দৃষ্টি যেন কাঁদে । একজীবনে এতবার মরা, একটু বাঁচার স্বাদে । পারছি তো খুব লুকোতে ব্যেথা জল ভরা দু'চোখ । মন কি তোমার চায় না কভু আমার ভালো হোক । বিস্মিত এক বিস্ময় আমি, বাঁচা মরার ফাঁকে মুহূর্ত যায় পায় না রেহাই, ঘরা ও ঘূর্ণিপাকে চোখ অসহায়, মুখ অসহায়, তোমার বুকে মরে বুঝবে ঠিকই তুমি আমায়, আজ না দু দিন পরে । পারছি তো খুব লুকোত...

Jhinti Tui Brishti Hote Partis Lyrics | (ঝিন্টি তুই বৃষ্টি হতে পারতিস) | Shilajit | Indo-Bangla Music

Jhinti Tui Brishti Hote Partis Lyrics :  This Song Sung By Shilajit Majumder from X=prem bengali Album. Song: Jhinti Tui Brishti Hote Partis (ঝিন্টি তুই বৃষ্টি হতে পারতিস) Singer: Shilajit Majumder Jhinti Tui Brishti Hote Partis Lyrics In Bangla : ঝিন্টি তুই বৃষ্টি হতে পারতিস এই মেঘলা দুপুরে কত কাছাকাছি থাকতাম। ঝিণ্টি তুই বৃষ্টি হতে পারতিস ঝরে পড়তিস টিপ টুপ টাপ গায়ে মাখতাম। (x2) ঝিন্টি তুই বৃষ্টি হতে পারতিস ঝিন্টি তুই বৃষ্টি হতে পারতিস। যাই হোক হোক ঝির ঝির বা ঝপ ঝপ আয় ছেপে দেবো সব প্রেম নামেতে তুই চলে আয় যেভাবেই আসা সম্ভব যেকোন ফর্মে বা সেপে। তুই হয়ে যা তোরই মত মিঠে রোদ্দুর তুই হয়ে যা আলো ধালো ঝোড় হাওয়া। তোল তুপান বুকে বুক মিশিয়ে তুই ছাড়া মিথ্যে গান গাওয়া। ঝিন্টি তুই নেই তাই কোন স্বাদ নেই সব মিথ্যে এই ক্লাসরুম এ লেকচার কতক্ষন আর সয্য করা যায় বল এ পি এস কে জি'র অত্যাচার। ঝিন্টি তুই হয়ে যা মিঠে রোদ্দুর ঝিন্টি তুই হয়ে যা ঝোড় হাওয়া। ঝিন্টি প্রেমের এ পেপারে নেই ম্যাড ইজি সবইতো আনসিন। সুদ্বিপ সেন জয়দেব এর ভীড়ে কয়েক খানা কলেজ ক্যান্টিন। ঝিন্টি কি করছিস আমি জানি না জানিনা তুই কার কথা ভাব...

Shono Sudhijan Lyrics | Anupam Roy | Mohiner Ghoraguli | Fine Tune Season 1

Shono Sudhijan Lyrics - Anupam Roy - Mohiner Ghoraguli: Shono Sudhijan Lyrics by Anupam Roy This is Tribute to Mohiner Ghoraguli Originaly This song is sung by Goutam Chattopadhyay from Khyapar Gaan Bengali Album Shono Sudhijon Song Lyrics written by Moheener Ghoraguli Produced by Asha Audio Company. Song Name : Shono Shudhijan Tribute to: Mohiner Ghoraguli Singer: Anupam Roy Music Recreated by:   Anupam Roy Key Board & Backing Vocals: Nabarun Bose Guitar: Rishabh Ray Bass Guitar: Kaustav Biswas Drums: Sandipan Parial Directed by: Apeksha Lahiri DOP: Sanjit Dutta Produced by: Asha Audio Company                                                   Shono Sudhijan Lyrics : Shudhu aaj noy protidin Saat-paanch vabna ar duh-swapno mekhe ghum bhange amar Tomra kemon acho? Tomra ki aamloki gaacher chayaye mosher bishonno daak shune aanmona hoy Aagekar moto S...