Rosogolla Anthem Lyrics by Anupam Roy :
The song is sung by Anupam Roy And Arka Mukherji.
Starring: Ujaan Ganguly, Abantika, Rajatava Dutta, Koushik Sen.
Movie Name: Rosogolla
Song Name: Rosogolla Anthem (রসগোল্লা বন্দনাগীতি)
Singer: Anupam Roy & Arka Mukherji
Additional Vocals: Khyanda, Shamik Chakraborty
Music & Lyrics: Anupam Roy
Directed by: Pavel
Cinematography: Supriyo Dutta
Produced by: Nandita Roy & Shiboprosad Mukherjee
Music Label: Windows
Rosogolla Anthem Lyrics In Bengali :
জীবন জটিল বড়
কোথায় যে সুখ, আহা
কি খেলে জুড়াবে প্রাণ
থাকবে হাসি মুখ, সাধু, সাধু
জীবন জটিল বড়
কোথায় যে সুখ, আহা
কি খেলে জুড়াবে প্রাণ
থাকবে হাসি মুখ,
রহস্য জাল ছিঁড়তে জানে,
রহস্য জাল ছিঁড়তে জানে
সেই আসল রসিক
ভালো থাকার মন্ত্র নাকি
একদম বেসিক, সাধু, সাধু।
গোল্লা, গোল্লা, গোল্লা, গোল্লা..
কে মন্ত্র জানে এমন শক্তিশালী
যাতে রোষে বসে থাকে সব বাঙালী
কে মন্ত্র জানে এমন শক্তিশালী, শক্তিশালী
যাতে রসে বসে থাকে সব বাঙালী, সব বাঙালী
বাঙালীদের গর্ব এটা বাংলার সম্মান
গপ-গপিয়ে খাচ্ছে দেখো হিন্দু মুসলমান
ভাইরে হিন্দু মুসলমান,
দাদারে ভাইরে হিন্দু মুসলমান।
হে, গোল গোল গোল রসগোল্লা
অরে, গোল গোল গোল রসগোল্লা।
গোল্লা, গোল্লা, গোল্লা, গোল্লা..
জীবন মরণের এ সীমানায়
লাল কিমবা সবুজ জামানায়
পোলাও মাংস পেতে পড়ার পরেও
প্রাণটা একটু মিষ্টি মিষ্টি করে
বাঙালীদের গর্ব এটা বাংলার সম্মান
রসে মাখামাখি এটা বাঙালিদের গান
আরে বাঙালীদের প্রাণ, হ্যাঁ বাঙালীদের গান
গোল, গোল, গোল, রসগোল্লা
অরে, গোল গোল গোল রসগোল্লা।
বাতাস কহিল ওরে,
সে তুই চিনি বল বা গুড়
ছানা খাঁটি হলে ভীষণই মধুর
এ জিনিস যে নিজে হাতে বানায়,
কে? নবীন ময়রা ?
তার কল্যাণ হোক, কল্যাণ হোক,
পরমেশ্বর জানায়।
ভালোবাসা রাতে বা সকালে
জানিনা কি মধু যে মাখালে
যত্ন করে তুলে রাখা হাঁড়ি
পিঁপড়ে যদি লাগে কেলেঙ্কারি
খেতে ভালোবাসে বোলো কে না, কে না
দশটা খেলেও মন যেন ভরে না, ভরে না
খেতে ভালোবাসে বলো কে না, কে না
দশটা খেলেও মন যেন ভরে না, ভরে না
বাঙালীদের গর্ব এটা বাংলার সম্মান
গপ-গপিয়ে খাচ্ছে দেখো হিন্দু মুসলমান
ভাইরে হিন্দু মুসলমান,
দাদারে ভাইরে হিন্দু মুসলমান।
হে, গোল গোল গোল রসগোল্লা
অরে, গোল গোল গোল রসগোল্লা....