Skip to main content




Shanto Hou Lyrics | (শান্ত হও) | Vinci Da | Anupam Roy | Srijit Mukherji | New Bengali Song

Shanto Hou Lyrics by Anupam Roy :


Shanto Hou Song Is Sung by Anupam Roy from Vinci Da Bengali Movie 2019. Music composed by And Bengali Song Lyrics written by Anupam Roy.

Starring: Rudranil Ghosh, Sohini Sarkar, Ritwick Chakraborty, Anirban Bhattacharya, Riddhi Sen, and others. This Bangla Movie Directed by Srijit Mukherji. Music Mixing and Mastering by Shomi Chatterjee.


Song Name : Shanto Hou

Movie : Vinci Da

Vocal, Music & Lyrics : Anupam Roy

Music Programming : Shamik Chakraborty

Arrangement : Anupam Roy and Shamik Chakraborty

Director : Srijit Mukherji

Story : Rudranil Ghosh and Srijit Mukherji

Cinematographer : Sudipta Majumder

Music Label: SVF Music


Shanto Hou Lyrics In Bengali :


এতো ছটফট করছো কেনো ?

আমার দিকে তাকাও।

কি করতে আজ ইচ্ছে করছে, বলো কি চাও?

এসো বসো শুনি তোমার অভিজ্ঞতার কথা বলো,

এতদিনে জীবন তোমায় কি শেখালো।


ঘাসের সবুজ ছিটকে আসছে,

ভেজা মাটির গন্ধ টানছে।

প্রাণ ভরে নিঃশ্বাস নাও আজ তুমি দুচোখ বুজে..

শান্ত হও, শান্ত হও, শান্ত হও,

শান্ত হও, শান্ত হও, শান্ত হও, শান্ত হও..


ধারালো রোদে, এসে দাঁড়ালে

এখানে শুধু নীরবতা।

তোমার পরিচয়, হাওয়ায় ওড়ালে

নিজেকে হারিয়ে ফেলোনা।


তোমার এপিটাফ লিখেছে যারা

তারা পুরোটা জানে না।

যখন আকাশে, পেয়েছো সাড়া

ধৈর্য্য হারিয়ে ফেলো না, ফেলো না..

শান্ত হও, শান্ত হও, শান্ত হও,

শান্ত হও, শান্ত হও, শান্ত হও, শান্ত হও..


এতো ছটফট করছো কেনো ?

আমার দিকে তাকাও।

কি করতে আজ ইচ্ছে করছে, বলো কি চাও?

ঘাসের সবুজ ছিটকে আসছে,

ভেজা মাটির গন্ধ টানছে।

প্রাণ ভরে নিঃশ্বাস নাও আজ তুমি দুচোখ বুজে..

শান্ত হও, শান্ত হও, শান্ত হও,

শান্ত হও, শান্ত হও, শান্ত হও, শান্ত হও..




Eto chotfot korcho keno ? Amar dike takao

Ki korte aaj icche korche bolo ki chao ?

Esho bosho shuni tomar obhigottar kotha bolo

Etodine jibon tomay ki sekhalo

Ghaser sobuj chitke asche,

Veja matir gondho tanche

Praan bhore nishwash nao aaj tumi duchokh buje..

Shanto hou..


Dharalo rode, eshe darale

Ekhane shudhu nirobota

Tomar porichoy, haway orale

Nijeke hariye felona

Tomar epitaph lekheche jara

Tara purota jaane na

Jokhon akashe, peyecho sara

Dhoirjo hariye felo na, felo na..

Shanto hou..

Popular posts from this blog

Parchi To Khub Lyrics | (পারছি তো খুব) | Anupam Roy | ft Mehjabin | S N Jony | Bangla Song

Parchi To Khub Lyrics by Anupom Roy : Parchi To Khub Lyrics In Bengali from Moyurakhhi Tomay Dilam Bangla Natok. Starring: Mehjabin And S N Jony. The Song Is Sung by Anupom Roy. Music composed by Robin Islam And Bangla Song Lyrics written by Omar Farook Bishal. Drama : Moyurakhhi Tomay Dilam Song : Parchi To Khub Singer : Anupom Roy Lyrics : Omar Farook Bishal Tune & Tune : Robin Islam Director : Jewel Rana Label : G Series Parchi To Khub Lyrics In Bengali Anupam Roy : তোমার বুকে বার বার মরে, বাঁচার জন্য লড়ছি কোন সে পাপের পাহাড় বুকে, কিসের দায়ে গড়ছি বাঁচাটাই তো মুখ্য তবে, নেই মরণের মূল্য প্রশ্নটাই করেই গেলাম, মন টানা মুখ খুললো । চোখ মুছে যাই, জল না তো পাই দৃষ্টি যেন কাঁদে । একজীবনে এতবার মরা, একটু বাঁচার স্বাদে । পারছি তো খুব লুকোতে ব্যেথা জল ভরা দু'চোখ । মন কি তোমার চায় না কভু আমার ভালো হোক । বিস্মিত এক বিস্ময় আমি, বাঁচা মরার ফাঁকে মুহূর্ত যায় পায় না রেহাই, ঘরা ও ঘূর্ণিপাকে চোখ অসহায়, মুখ অসহায়, তোমার বুকে মরে বুঝবে ঠিকই তুমি আমায়, আজ না দু দিন পরে । পারছি তো খুব লুকোত...

Jhinti Tui Brishti Hote Partis Lyrics | (ঝিন্টি তুই বৃষ্টি হতে পারতিস) | Shilajit | Indo-Bangla Music

Jhinti Tui Brishti Hote Partis Lyrics :  This Song Sung By Shilajit Majumder from X=prem bengali Album. Song: Jhinti Tui Brishti Hote Partis (ঝিন্টি তুই বৃষ্টি হতে পারতিস) Singer: Shilajit Majumder Jhinti Tui Brishti Hote Partis Lyrics In Bangla : ঝিন্টি তুই বৃষ্টি হতে পারতিস এই মেঘলা দুপুরে কত কাছাকাছি থাকতাম। ঝিণ্টি তুই বৃষ্টি হতে পারতিস ঝরে পড়তিস টিপ টুপ টাপ গায়ে মাখতাম। (x2) ঝিন্টি তুই বৃষ্টি হতে পারতিস ঝিন্টি তুই বৃষ্টি হতে পারতিস। যাই হোক হোক ঝির ঝির বা ঝপ ঝপ আয় ছেপে দেবো সব প্রেম নামেতে তুই চলে আয় যেভাবেই আসা সম্ভব যেকোন ফর্মে বা সেপে। তুই হয়ে যা তোরই মত মিঠে রোদ্দুর তুই হয়ে যা আলো ধালো ঝোড় হাওয়া। তোল তুপান বুকে বুক মিশিয়ে তুই ছাড়া মিথ্যে গান গাওয়া। ঝিন্টি তুই নেই তাই কোন স্বাদ নেই সব মিথ্যে এই ক্লাসরুম এ লেকচার কতক্ষন আর সয্য করা যায় বল এ পি এস কে জি'র অত্যাচার। ঝিন্টি তুই হয়ে যা মিঠে রোদ্দুর ঝিন্টি তুই হয়ে যা ঝোড় হাওয়া। ঝিন্টি প্রেমের এ পেপারে নেই ম্যাড ইজি সবইতো আনসিন। সুদ্বিপ সেন জয়দেব এর ভীড়ে কয়েক খানা কলেজ ক্যান্টিন। ঝিন্টি কি করছিস আমি জানি না জানিনা তুই কার কথা ভাব...

Shono Sudhijan Lyrics | Anupam Roy | Mohiner Ghoraguli | Fine Tune Season 1

Shono Sudhijan Lyrics - Anupam Roy - Mohiner Ghoraguli: Shono Sudhijan Lyrics by Anupam Roy This is Tribute to Mohiner Ghoraguli Originaly This song is sung by Goutam Chattopadhyay from Khyapar Gaan Bengali Album Shono Sudhijon Song Lyrics written by Moheener Ghoraguli Produced by Asha Audio Company. Song Name : Shono Shudhijan Tribute to: Mohiner Ghoraguli Singer: Anupam Roy Music Recreated by:   Anupam Roy Key Board & Backing Vocals: Nabarun Bose Guitar: Rishabh Ray Bass Guitar: Kaustav Biswas Drums: Sandipan Parial Directed by: Apeksha Lahiri DOP: Sanjit Dutta Produced by: Asha Audio Company                                                   Shono Sudhijan Lyrics : Shudhu aaj noy protidin Saat-paanch vabna ar duh-swapno mekhe ghum bhange amar Tomra kemon acho? Tomra ki aamloki gaacher chayaye mosher bishonno daak shune aanmona hoy Aagekar moto S...