Tumio Amake Cheno Lyrics | (তুমিও আমাকে চেনো) | Shaoni Shome | The Bong Studio Originals | Krish Bose | Bangla Song
Tumio Amake Cheno Lyrics by Shaoni Shome :
Tumio Amake Cheno Song Is Sung by Shaoni Shome from The Bong Studio Originals Song. Music Composed by And Song Lyrics In Bengali Written by Pratik Kundu. Song Mix And Master by Goutam Debnath.
Song : Tumio Amake Cheno
Singer : Shaoni Shome
Music & Lyrics : Pratik Kundu
Director : Krish Bose
Edit & Color : Sanjoy Dasgupta
D.O.P : Krish Bose, Subhajit Sil
Production : The Bong Media
Calligraphy : Santu Karmakar
Label : The Bong Studio
Tumio Amake Cheno Song Lyrics In Bengali :
রোদ ভাঙে বৃষ্টির পাহাড়
পথ পাচ্ছি না ফিরবার,
ঢেউ ভাঙ্গছে বুকে আবার
যন্ত্রনা ভালোবাসার।
তোমার জোনাকিরা জ্বলে নেভে আজ
দেখায় কোনো নতুন পথের খোঁজ ..
আবার মেলো ডানা
খুঁজে পেলে রঙ্গীন বাহানা,
শুধু জানিয়ে দিয়ো আমায়
তোমার ঠিকানা।
তুমিও আমাকে চেনো
আমার সেই অমিকে চেনো না,
তোমায়ও চিনেছি আমি
কত ভালো করে জানিনা।
এক হাজার বছর পরে
তুমি আসবে আমার দেহের মাঝে।
আবার আসবে সকাল
বাঁচবে প্রাণ খুলে,
আবার যাবে আমার কানে কানে বোলে
তোমার ঠিকানা, আমার অজানা।
হাজার বৃষ্টির ছোঁয়ায়
ভিজছে আমার উঠোন,
তোমার চিলেকোঠায় রাখা আমার মন।
লুকিয়ে ছিলে কোথাও যেন
আমি ডাকবো তোমায় আমার গানে।
ও হো হো সময় পেলে বলো
আমি তোমার হবো,
আমার সেই অমিকে পেলে
আমি তাকে বলে যাবো
তোমার ঠিকানা ..
তুমিও আমাকে চেনো লিরিক্স - শাওনি সোম :
Rod vange bristir pahar
Poth pacchi na firbar
Dheu vangche buke abar
Jontrona valobashar
TOmar jonakira jwole neve aaj
Dekhay kono notun pother khoj
Abar melo daana
Khuje pele rongeen bahana
Shudhu janiye diyo amay tomar thikana
Tumio amake cheno
Amar sei amike cheno na
Tomayo chinechi ami
Koto valo kore janina